সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আাওতায় বিভিন্ন ভাতাভোগীদের নিকট হতে প্রতারক চক্র বিভিন্ন রকমের পরিচয় দিয়ে বিভিন্ন কৌশল অবল্বন করে নগদ হিসাবের পিনকোড ও ওটিপি নম্বর সংগ্রহ করে ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারক চক্তের হাত থেকে সাধানর মানুষকে রক্ষার জন্য সচেতন হতে হবে। ইউ এন ও স্যারের কথা বলে পিন কোড নাম্বার চাইতে পারে, সামজ সেবা অফিসের কথা বলে পিন কোড নম্বর চাইতে পারে, বিভিন্ন অফিসের কর্মকর্তার কথা বলে পিন কোড নম্বর চাইতে পারে, চেয়ারম্যান অথবা মেম্বারদের কথা বলে পিন কোড নম্বর চাইতে পারে, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কথা বলে পিন কোড নম্বর চাইতে পারে সর্বপরি যেকোন মানুষ যেকোন কারও কথা বলে আপনার মোবাইলের মেসেস নম্বর অথবা পিনকোড নম্বর চা্ইলে কোন ভাবেই দেওয়া যাবে না যদি মেসেস নম্বর অথবা পিনকোড নম্বর যেকোন কাউকে দিয়ে দেন অথবা বলে দেন তাহলে আপনার মোবাইলের টাকা মেসেস নম্বর অথবা পিনকোড নম্বর দিয়ে উঠিয়ে নিয়ে যাবে। এ জন্য মোবাইলের মেসেস নম্বর অথবা পিনকোড নম্বর কাউকে দিবেন না। এ বিষয়ে সতর্ক থাকুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস