Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে হাটিপাড়া ইউনিয়ন

এক নজরে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ

ইউনিয়নটি এখন অনেকটাই পদ্মা নদীর মধ্যে হারিয়ে গেছে নদীর তীরে গড়ে উঠা মানিকগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো হাটিপাড়া ইউনিয়ন ।  

ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা বেশ।

ক) নাম – হাটিপাড়া ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৯.৫০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ২৮৯১৩ জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ২৪ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা ৯ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস/অটো রিক্সা।

জ) শিক্ষার হার – ৬৫% ।

ঝ) মোট আয়তন জমির পরিমাণ-২৪৫৬ হেক্টর প্রায়

ঞ) আবাদি জমির পরিমাণ-২০১৭ হেক্টর প্রায়

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০০টি,

উচ্চ বিদ্যালয়ঃ ৬ টি,

মাদ্রাসা- দাখিল ১ টি।

মাদ্রাসা. ১২ টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব গোলাম মনির হোসেন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ডিজিটাল ভবন এখনও স্থাপন হয় নাই ।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

১) শপথ গ্রহণের তারিখ . চেয়ারম্যান– ০৮/০১/২০২২ইং

মেম্বারদের.. ০৮/০১/২০২২ ইং

২) প্রথম সভার তারিখ – ১২/০১/২০২২ ইং

৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০১/২০২৬ ইং


ঢ) গ্রাম সমূহের নাম –

১। হাটিপাড়া, ২। পাওনান, ৩। বধুটি, ৪। কাজিকোলা, ৫। গোবিন্দপুর, ৬। জগন্নাথপুর, ৭। বংখুরী, ৮। চৌকিঘাটা, ৯। গোপালখালী, ১০। রত্নদিয়া, ১১। চরবংখুরী, ১২। চেগারঘোনা, 

১৩। বনপারিল, ১৪। জায়গীর, ১৫। পালড়া, ১৬। কুমুল্লী, ১৭। দুর্লভদী, ১৮। বৈট্টা , ১৯। বান্দুমহিষা, ২০। বরুন্ডী, ২১। স্বল্পনন্দপুর, ২২। গোলাই, ২৩। মরনতলী, ২৪। ছোট বরুন্ডী।

(ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।

৪) দফাদার -০১ জন।

(ত) ইউডিসি উদ্যোক্তা- ০২ জন।

      একজন পুরুষ

      একজন মহিলা

আরও- ০২ জন পুরুষ।