এক নজরে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ
ইউনিয়নটি এখন অনেকটাই পদ্মা নদীর মধ্যে হারিয়ে গেছে নদীর তীরে গড়ে উঠা মানিকগঞ্জ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো হাটিপাড়া ইউনিয়ন ।
ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা বেশ।
ক) নাম – হাটিপাড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯.৫০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৮৯১৩ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ২৪ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৭ টি।
চ) হাট/বাজার সংখ্যা ৯ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস/অটো রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৫% ।
ঝ) মোট আয়তন জমির পরিমাণ-২৪৫৬ হেক্টর প্রায়
ঞ) আবাদি জমির পরিমাণ-২০১৭ হেক্টর প্রায়
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০০টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৬ টি,
মাদ্রাসা- দাখিল ১ টি।
মাদ্রাসা. ১২ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব গোলাম মনির হোসেন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ডিজিটাল ভবন এখনও স্থাপন হয় নাই ।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ . চেয়ারম্যান– ০৮/০১/২০২২ইং
মেম্বারদের.. ০৮/০১/২০২২ ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১১/০১/২০২৬ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। হাটিপাড়া, ২। পাওনান, ৩। বধুটি, ৪। কাজিকোলা, ৫। গোবিন্দপুর, ৬। জগন্নাথপুর, ৭। বংখুরী, ৮। চৌকিঘাটা, ৯। গোপালখালী, ১০। রত্নদিয়া, ১১। চরবংখুরী, ১২। চেগারঘোনা,
১৩। বনপারিল, ১৪। জায়গীর, ১৫। পালড়া, ১৬। কুমুল্লী, ১৭। দুর্লভদী, ১৮। বৈট্টা , ১৯। বান্দুমহিষা, ২০। বরুন্ডী, ২১। স্বল্পনন্দপুর, ২২। গোলাই, ২৩। মরনতলী, ২৪। ছোট বরুন্ডী।
(ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৪) দফাদার -০১ জন।
(ত) ইউডিসি উদ্যোক্তা- ০২ জন।
একজন পুরুষ
একজন মহিলা
আরও- ০২ জন পুরুষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস