Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

ইউনিয়নের খাল ও নদী

হাটিপাড়া ইউনিয়নটি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার সবচেয়ে দক্ষিন প্রান্তে অবস্থিত । এর দক্ষিন দিকে নবাবগঞ্জ উপজেলা মাঝখানে ইছামতি নদী দ্বারা বিভক্ত ছিল এখন নদীর উপরে বেরীবাধ হয়েছে যে রাস্তা মানিকগঞ্জ ও নবাবগঞ্জকে যোগাযোগে সহজ করেছে । ইউনিয়নের উত্তর দিকে কালিগঙ্গা নদী। ইউনিয়নের পশ্চিম দিক থেকে আসা ইছামতি নদী হরিরামপুর থানার বলড়া ও হারুকান্দি কুল ঘেষে ইউনিয়নের দক্ষিন দিকে পদ্মা নদীর মধ্যে গিয়ে মিশেছে । কালিগঙ্গা নদী হতে বনপারিল চক কান্দুর পাড়ের খাল হয়ে ইছামতি নদীতে মিশেছে।