হাটিপাড়া জমিদার বাড়ি আনুমানিক ১৯২৫ সাল কিংবা তারও আগে থেকে এরা প্রায় একরকম দেখা যায়। এই পুরো এলাকা এককালে এই জমিদার বাড়ির লোকেরাই শাসন করত। তাদের যেমন ছিল অত্যাচার ও তেমন ছিল নিচু জাতের মানুষদের প্রতি অপ্রীতিকর আচরন । মানুষের প্রতি মানুষের ভালবাসা তাদের ছিল না গরিব মানুষদের তারা বেশ রীতিমত শোষন ও শাসন করত। তাদের এ রকম অত্যাচার ও অবিচার দিনে দিনে কালেকালে বিলুপ্ত হতে থাকে এবং শেষ হয়ে যায় তাদের জমিদারী । এই জমিদার বাড়ি এখন তাদের দখলে নেই বর্তমানে হাটিপাড়া উচ্চ বিদ্যালয় এই বাড়িটি দখলভূক্ত আছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস