Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হাটিপাড়া ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

হাটিপাড়া ইউনিয়নের অনেকটাই অংশ এখন পদ্মা নদীর অন্তগতহয়ে গেছে৤ এই নদীর মনোরম দৃশ্য মানুষের মন কেড়ে নেয়৤ নদীর স্রোত কলতর শব্দ মানুষের অশান্ত মনকে একাচিত্ত মনকে একটু শান্তি দিয়ে যায়৤ তাই মানুষের মন যখন একটু অশান্তি একটু চিন্তগ্রস্থ একটু বিচলিত তখন সে তার মনকে শান্ত করার জন্য একাকী কিছুক্ষনের জন্যেও হলে স্বস্থি ফিরে পায়৤ তাই মানুষ প্রতিদিন অনেক মানুষ বিকেল বেলা এই পদ্মা নদীর তীরে পরন্ত রোদে সূযাস্ত উপভোগ করে। পদ্মা নদী যেমন মানুষকে আনন্দ দেয় তেমনি এই নদী মানুষের জীবন মরণের সবনাশও ডেকে আনে । প্রতি বছর সবনাশা পদ্মা শত শত মানুষের ঘর-বাড়ি গ্রাস করে মানুষকে পথের ভিখারী বানিয়ে দিয়েছে।